পোলিও ভাইরাস শনাক্তে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

0
260

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিভিন্নস্থানে পোলিও ভাইরাস শনাক্ত হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

শুক্রবার জরুরি অবস্থা জারি করে রাজ্যের স্বাস্থ্য বিভাগ।

নিউইয়র্কের গভর্নর জানান, প্রায় এক দশক পর জুলাই মাসে রকল্যান্ড কান্ট্রিতে পোলিও আক্রান্ত একজন শনাক্ত হয়। এরপর পরীক্ষা চালিয়ে ড্রেনের পানিতে পোলিও ভাইরাসের সন্ধান পান গবেষকরা।

পরে অরেঞ্জ, স্যালিভ্যানসহ আরও ৪টি কান্ট্রিতে ভাইরাসটি শনাক্ত হয়।

কর্তৃপক্ষের শঙ্কা, ওইসব এলাকার কয়েশ’ বাসিন্দা পোলিও আক্রান্ত হয়েছেন। উপসর্গ না থাকায় তাদের শনাক্ত করা যাচ্ছে না। এ অবস্থায় ভ্যাকসিন প্রয়োগ বাড়াতে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন।

নিউইয়র্ক রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তাদের লক্ষ্য হচ্ছে বর্তমানে রাজ্যজুড়ে পোলিওর টিকাদান হারকে ৭৯ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশের উপরে নিয়ে যাওয়া।

পোলিওর কোনো প্রতিষেধক নেই, কিন্তু টিকার মাধ্যমে একে রোধ করা যায়।

এই ভাইরাস সাধারণত শিশুদের মারাত্মক স্বাস্থ্যহানীর কারণ। সাধারণত মাংসপেশীকে দুর্বল এবং অক্ষম করে দেয় এ ভাইরাস। গুরুতর কোনো কোনো ক্ষেত্রে এটি স্থায়ী প্রতিবন্ধিতা ও মৃত্যুও ডেকে আনে।