রাণীশংকৈলে আদিবাসীদের নৃত্যের তালে তালে কারাম পূজা পালিত

0
148

সফিকুল ইসলাম শিল্পী, রানীশংকৈল,, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার বাকসাসুন্দপুর গ্রামে আদিবাসী পাহান পাড়ায় কারাম পূজা উপলক্ষে গত ৬ সেপ্টেম্বার (মঙ্গলবার) রাত ৯ টায় আদিবাসী পাহান সম্প্রদায় এক অনুষ্ঠানের আয়োজন করে।

স্থানীয় আদিবাসী ও ওয়ার্কার্স পার্টির অন্যতম নেতা মজাই পাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, রাণীশংকৈল উপজেলা পিআইও সামিয়্যুল মার্ডি, ইএসডিও রাণীশংকৈল উপজেলা ম্যানেজার খায়রুল আলম, স্থানীয় ইউপি ওয়ার্ড সদস্য আক্কাস আলী ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় আদিবাসী ও ওয়ার্কার্স পার্টির অন্যতম নেতা জনাব কিষ্ট পাহান,শিরীষ পাহান প্রমূখ ।

অনুষ্ঠানে উপস্থিতি এবং শুভেচ্ছা বিনিময়ের এক পর্অযায়ে অনুষ্ঠানে মুল পূজাপর্ব শেষে বাদ্যযন্ত্রের সাথে আদিবাসী পুরুষ-মহিলাদের ঐতিহ্যবাহী ঐক্যবদ্ধ গানের তালে তালে দলীয় নৃত্য পরিবেশিত হয় । অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্কার্স পার্টির জেলা সদস্য আলমগীর হোসেন।