হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এই প্রথম বারের মতো আতা ফল আমদানি

0
315

হিলি প্রতিনিধিঃ প্রথমবারের মতো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুরু হয়েছে আতা ফল আমদানি। এদিকে দেশের বাজারে চাহিদা থাকায় ভারত থেকে এসব ফল আমদানি করা হচ্ছে বলে জানান আমদানিকারকরা।

আজ সোমবার দুপুরে ভারত থেকে আতা ফল বোঝাই একটি মিনিট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এর কার্যক্রম শুরু হয়। হিলির খান ট্রের্ডাস নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের ব্যাঙ্গালোর থেকে এসব ফল আমদানি করছে। আমদানিকৃত এসব ফল যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। আর বন্দরে ফল আমদানি শুরু হওয়ায় খুশি শ্রমিকরা।

হিলি কাস্টমসের তথ্যমতে, প্রথমদিন ভারত থেকে একটি ট্রাকে আড়াই মেট্রিক টন আতা ফল আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।