বগুড়ার শেরপুরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে ৬৪ প্রহর লীলা কীর্তনের শুভ সূচনা

0
162

উত্তম সরকার, শেরপুর(বগুড়া)প্রতিনিধি: রাধাষ্টমী হল হিন্দুধর্মে একটি পবিত্র দিন যা দেবতা কৃষ্ণের সঙ্গিনী রাধার জন্মবার্ষিকী উপলক্ষে শ্রী শ্রী গোবিন্দ কাঁঙ্গাল ভক্তবৃন্দের আয়োজনে ৩ সেপ্টেম্বর শনিবার রাত ১২টা ১ মিনিটে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে ৬৪ প্রহর ব্যাপী লীলা কীর্তনের শুভ সূচনা হয়েছে।

শ্রী শ্রী গোবিন্দ কাঁঙ্গাল ভক্তবৃন্দের সভাপতি রনজিৎ কৈরির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, শেরপুর উপজেলা শাখার সভাপতি ডাঃ বিপ্লব কুমার বর্মন, বরেন্দ্র নাথ সান্যাল, পৌর কাউন্সিলর চন্দন কুমার দাস রিংকু, দৈনিক প্রথম আলো প্রতিনিধি সবুজ চৌধুরী, পুজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, শ্রী শ্রী গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দের সাধারণ সম্পাদক তাপস মালাকার প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশে রাধা রানীর জন্ম উৎসব সবচেয়ে বৃহৎ আকারে ৮ দিন ব্যাপী লীলা কীর্তন ও ভক্ত সেবার মধ্যে দিয়ে বগুড়ার শেরপুর উপজেলাতে উদযাপন করা হয়।