গোপালপুরে শেখ রাসেল স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
190

মো. নুর আলম,গোপালপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের রামনগর উচ্চ বিদ্যালয় মাঠে ৭ম শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ঝাওয়াইল একাদশ বনাম মধুপুরের গোলাবাড়ি একাদশ।

নির্ধারিত সময়ে নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ট্রাইব্রেকার, ৩/২ গোলে জয়ী হয় মধুপুর গোলাবাড়ি একাদশ। এ সময় বিজয়ীদের হাতে ফ্রি জ এবং রানার্সআপ দের হাতে এলইডি টিভি তুলে দেয় অতিথিবৃন্দ।

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট আয়োজক কমিটির আয়োজনে (৩সেপ্টেম্বর) শনিবার বিকেলে রামনগর উচ্চ বিদ্যালয় মাঠে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির, আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, ধোপাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, ধোপাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার আরিফ, মহিলা লীগের সভাপতি আয়েশা আক্তার শিখা, আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও ফুটবল প্রেমে ও দর্শকবৃন্দ।