বঙ্গবন্ধু’র ঘনিষ্ঠ সহচর জননেতা এম. আব্দুর রহিম এঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

0
224

মনজিদ আলম শিমুল,দিনাজপুর প্রতিনিধিঃ ৪ সেপ্টেম্বর রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদকপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য জননেতা অ্যাডভোকেট এম. আব্দুর রহিম এঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।

মহান এই জননেতার মৃত্যুবার্ষিকী যথাযথ মার্যাদার সাথে পালনের লক্ষ্যে রোববার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র, দিনাজপুর।

সংগঠনটির কার্যকরি সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. সফিকুল হক ছুটু জানান, দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ১০ টায় দিনাজপুর সদর উপজেলার জালালপুরস্থ জননেতা এম. আব্দুর রহিম, অ্যাডভোকেট এঁর সমাধিস্থলে র্সবস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি অর্পণ, মরহুম এঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আশরাফুল কামাল ও বাংলাদেশের অ্যাটর্নী জেনারেল এ এম আমিনউদ্দিন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. যাবিদ হোসেন, জেলা প্রশাসক জনাব খালেদ মোহাম্মদ জাকী ও পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম-সেবা।

স্মরণ সভায় সভাপতিত্ব করবেন এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র, দিনাজপুর এর সম্মানীয় সভাপতি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট আজিজুল ইসলাম জুগলু।

মহান জননেতার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিটি কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে সকলের প্রতি সবিনয়ে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর জননেতা এম. আব্দুর রহিম ঢাকার বারডেমে ইন্তেকাল করেন।