ধামরাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

0
161

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নারায়ণগঞ্জে বিএনপি’র কর্মী শাওন হত্যার প্রতিবাদে ঢাকার ধামরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর -২০২২) ঢাকার ধামরাই উপজেলা বিএনপির কার্যালয় হইতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন এর নেতৃত্বে জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নারায়ণগঞ্জে বিএনপি’র কর্মী শাওন হত্যার প্রতিবাদে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ’সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ’সময় উপস্থিত ছিলেন।

ধামরাইয় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন – সারাদেশে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে যুবদল নেতা শাওন হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান এবং জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য প্রতিবাদ করে অবিলম্বে দ্রব্য মূলের দাম কমানোর জন্য সরকারের নিকট দাবি জোর দাবি জানান বক্তারা।