সুযোগ হাতছাড়া করলে ইউরোপকে পস্তাতে হবে: ইরানি আলেম

0
143

ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজআলী আকবারি বলেছেন, ইউরোপের দেশগুলোও এর আগে ইরানকে দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। আবারও সহযোগিতার সুযোগ হাতছাড়া করলে পরে তাদেরকে পস্তাতে হবে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

ইরানের এই প্রভাবশালী আলেম বলেন, পরমাণু সমঝোতা পুনর্বহাল সংক্রান্ত ইউরোপীয় খসড়ার বিষয়ে মার্কিন জবাব পাওয়ার পর ইরান নিজের প্রস্তাব উত্থাপন করেছে। ইউরোপ এ ক্ষেত্রে সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মহানবী হজরত মুহাম্মাদ (সা.)’র প্রাণপ্রিয় নাতি ইমাম হোসাইন (আ.)’র শাহাদাতের চেহলাম বার্ষিকীকে সামনে রেখে তিনি বলেন, চেহলাম উপলক্ষে ইরাকের কারবালাকে ঘিরে যে শোকমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় তা বিশ্বে নজিরবিহীন। এটিই বিশ্বের সর্ববৃহৎ মিছিল। এই মিছিল ও সমাবেশ এখন আন্তর্জাতিক রূপ লাভ করেছে। সেখানে প্রায় আড়াই কোটি মানুষ অংশ নেন।

চেহলামকে আরবি ভাষায় আরবাঈন বলা হয়। এই আরবাঈন উপলক্ষে প্রতি বছর আয়োজিত বিশাল মিছিল ও সমাবেশকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নিজেদের ঐক্য ও শক্তির প্রদর্শন হিসেবে উল্লেখ করেন এই আলেম।

চলতি মাসেই ইমাম হোসাইন (আ.)’র শাহাদাতের চেহলাম বার্ষিকী। এ উপলক্ষে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কারবালায় সমবেত হবেন লাখ লাখ মানুষ। কারবালা শহরেই ইমাম হোসাইন (আ.)’র পবিত্র মাজার অবস্থিত। পার্সটুডে