আফগানিস্তানে সুন্নি মসজিদে আইএসের আত্মঘাতী হামলা; তালেবান নেতাসহ ১৮ জন নিহত

0
133
নিহত তালেবান নেতা মুজিব আনসারি (ডান থেকে তৃতীয়)

আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি সুন্নি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় তালেবানের শীর্ষস্থানীয় এক নেতাসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ এই হামলার দায় স্বীকার করেছে।

বোমা বিস্ফোরণে তালেবানের যে শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন তার নাম মুজিব রহমান আনসারি। তালেবানের শীর্ষস্থানীয় নেতা হওয়ার কারণে তার সঙ্গে সব সময় বেশ কয়েকজন দেহরক্ষী থাকতেন। আজকের বিস্ফোরণে তার অন্তত ১৩ জন দেহরক্ষী প্রাণ হারিয়েছেন।

হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসুলি জানিয়েছেন, জুমার নামাজ আদায় করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে গুজারগাহ মসজিদে যাচ্ছিলেন মুজিব রহমান আনসারি। এ সময় তার হাতে চুমু দিতে গিয়ে এক ব্যক্তি তার শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। মুজিব আনসারি ঐ মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং সেখানে নামাজের ইমামতি করতে যাচ্ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা একটি ছবিতে দেখা যায় মসজিদের বাইরে রক্তাক্ত দেহ ছড়িয়ে ছিটিয়ে পরে আছে।

গত জুনে ধর্মীয় নেতাদের একটি সমাবেশে মুজিব রহমান আনসারি তালেবানের পক্ষে শক্তিশালী বক্তব্য দিয়েছিলেন। তাছাড়া যারা তালেবান প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের সমালোচনা করেছিলেন তিনি। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, হামলার সঙ্গে জড়িতরা শাস্তি পাবে। তিনি এক টুইটার বার্তায় বলেন, নির্মম হামলায় দেশের একজন সাহসী ও বলিষ্ঠ ধর্মীয় নেতা শাহাদাৎবরণ করেছেন।

গত কয়েক মাসে আফগানিস্তানের কয়েকটি মসজিদে হামলা হয়েছে। তবে সেগুলোর বেশিরভাগই ছিল শিয়া মুসলমানদের মসজিদ। ঐসব হামলার দায়ও স্বীকার করেছিল আইএস বা দায়েশ। এবার এই সন্ত্রাসী গোষ্ঠীটি সুন্নি মসজিদ ও সুন্নি আলেমদের বিরুদ্ধে হামলা চালালো। পার্সটুডে