গোপালপুরে ন্যায্য মূল্যে ও এম এস এর চাল বিক্রি শুরু

0
654

মো. নুর আলম,গোপালপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির আওতায়, ও এম এস” কার্যক্রমের মাধ্যমে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুর তিনটি পৌরসভার তিন স্থানে নির্ধারিত স্বল্পমূল্যে চাল বিক্রি শুরু হয়েছে।

(১সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে থেকে বিকাল ৫টা পর্যন্ত, গোপালপুরের কোনাবাড়ী বাজারের ডিলার, মিজানুর রহমান শাহিন সিদ্দিকী, সুতি কালীবাডি বাজারের ডিলার মো. আসাদুজ্জামান সোহেল, ও ডুবাই বাজারের ডিলার, রফিকুল ইসলাম রঞ্জু পৌর শহরের তিন স্থানে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ও এম এস কার্যক্রমের আওতায় নির্ধারিত স্বল্পমূল্যে চাল বিক্রি শুরু হয়েছে।

এ কার্যক্রম শুভ উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার আব্দুল্লাহ ইবনে হোসাইন, উপজেলা খাদ্য পরিদর্শন কর্মকর্তা মো. আবু সাইদ মোল্লা, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ. মইয়ে উদ্দিন বাবু, মো. মিজানুর রহমান শাহীন সিদ্দিকী, আরো উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।