ইসরাইলের গুরুত্বপূর্ণ ৩ বন্দরে হ্যাকারদের হানা

0
294
ফাইল ছবি

দখলদার ইসরাইলের কয়েকটি সমুদ্র বন্দরের সার্ভারে সাইবার হামলা হয়েছে। লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে- ইসরাইলি বন্দর হাইফা, জাফা ও ইলাত বন্দরের ওয়েবসাইটগুলো হ্যাক হয়েছে।

ইরাক থেকে হ্যাকারেরা এই কাজটি করেছে। ক’দিন আগেও ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলের ৪০টির বেশি বড় কোম্পানির ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়েছিল হ্যাকাররা। এর ফলে সেবা কার্যক্রমে বিঘ্ন ঘটে। সম্প্রতি ইরাক থেকে ইসরাইলের সাইবার হামলা বেড়ে গেছে।

অবশ্য ইসরাইলি স্বার্থে হ্যাকারদের আঘাত নতুন কিছু নয়। গত মার্চে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার মোবাইল হ্যাক করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয় একটি হ্যাকার গ্রুপ।

‘ওপেন হ্যান্ডস’ নামের ঐ গ্রুপ মোসাদ প্রধানের মোবাইল থেকে হাতিয়ে নেয়া নানা তথ্য ও ভিডিও প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেয়। সেখানে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ছিল।

এছাড়া ট্যাক্সের সনদ ও বিমানের টিকিট রিজার্ভের তথ্যও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। এর মাধ্যমে হ্যাকার গ্রুপটি তাদের দাবির প্রমাণ দেয়।

সে সময় মোসাদের সাবেক প্রধান ডেনি ইয়াটম সংস্থাটির প্রধানের মোবাইল হ্যাক হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন।

সুত্রঃ পার্সটুডে।