শ্রীনগরে খোলা বাজারে চাল বিক্রি শুরু

0
341

আরিফুর ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে খোলা বাজারে চাল (ওএমএস) বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। টিসিবি’র কার্ডধারী ভোক্তা ও জনসাধারণের মাঝে এই কার্যক্রমের আওতায় চাল বিক্রয় করা হবে।

বৃহস্পতিবার সকালে চাল বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেলা বেগম, টিসিবি’র ডিলার রবিউল আলম, শেখ বাদলসহ অনেকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাদ্য অধিদপ্তর পরিচালিত এই কর্মসূচির আওতায় শ্রীনগর উপজেলার দেউলভোগ বাজার ও শ্রীনগর চকবাজার টিসিবি’র ডিলাদের কাছ থেকে সরকারের নির্ধারীত মূল্যে এসব চাল কার্ডধারী ভোক্তারা অগ্রধীকার ভিত্তিতে ক্রয় করতে পারবে।

প্রতি কেজী চালের মূল্য ধরা হচ্ছে ৩০ টাকা করে। নিদিষ্ট স্থানে ডিলাদের কাছ থেকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোক্তার চাল ক্রয় করতে পারবে। এই কার্যক্রমের আওতায় দৈনিক মোট ৪ মেঃ টন চাল বিক্রয় করা হবে।