ধামরাইয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

0
162

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদ এর বাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্হপতি বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ আগষ্ট) বিকাল চার ঘটিকায় বালিয়া ইউনিয়ন পরিষদ এর বাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আহাম্মদ আলী,অনুষ্ঠানের উদ্বোধন করেন চেয়ারম্যান বালিয়া ইউনিয়ন পরিষদ, ও সাংগঠনিক সম্পাদক বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ মজিবর রহমান এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র সহ সভাপতি বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আব্দুল হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সাংসদ ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব বেনজীর আহমদ এমপি বলেন দেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন এই দেশ হবে সোনার বাংলাদেশ, দেশ স্বাধীন হওয়ার পর যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহুর্তে দেশ বিরোধী কিছু লোক ১৯৭৫ সালের ১৫ আগষ্ট রাতে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলকে হত্যা করা হয়। সেদিন প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহেনা তারা দুজন বিদেশে থাকার কারণে। আজ যদি বঙ্গবন্ধু বেচে থাকতো তাহলে এই দেশ আরও আগেই এগিয়ে যেত।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রচার প্রকাশনা সম্পাদক ঢাকা জেলা আওয়ামী লীগ বীরমুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব, মহিলা ভাইস চেয়ারম্যান ধামরাই উপজেলা এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, যুগ্ম আহবায়ক চেতনায় ৭১ধামরাই উপজেলা লুৎফর রহমান,যুগ্ম সাংগঠনিক সম্পাদক ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান সানোড়া ইউনিয়ন পরিষদ মাসুদ খান লাল্টু,ধামরাই উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ ,সাবেক চেয়ারম্যান বালিয়া ইউনিয়ন পরিষদ আহম্মদ আলী, সাবেক চেয়ারম্যান বাইশাকান্দা ইউনিয়ন বিএম মাসুদ, চেয়ারম্যান সোমভাগ ইউনিয়ন পরিষদ আওলাদ হোসেন,সাধারণ সম্পাদক ভাড়ারিয়া ইউনিয়ন মোরছালিন , সাবেক সভাপতি ছাত্র লীগ বালিয়া ইউনিয়ন আনোয়ার হোসেন, সাবেক সভাপতি ছাত্র লীগ বালিয়া ইউনিয়ন সাজ্জাদ হোসেন শাহিদ, সভাপতি বালিয়া ইউনিয়ন ছাত্র লীগ রাজিব হোসেন সহ উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।