মহাকাশ প্রযুক্তিতে বিশ্বের ১০ দেশের একটি ইরান: আইসিটি মন্ত্রী

0
244

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ঈসা জারেপুর বলেছেন, বিশ্বে মহাকাশ প্রযুক্তির অধিকারী ১০টি দেশের একটি হচ্ছে ইরান। তিনি আজ (শনিবার) আরও বলেছেন, বর্তমান সরকারের আমলেই আরও বেশি ওজনের স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে।

সম্প্রতি রাশিয়ার সহযোগিতায় কাজাখস্তান থেকে খৈয়াম নামের একটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ইরান। এই স্যাটেলাইট প্রসঙ্গে ইরানি মন্ত্রী বলেন, এই স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি খুব শিগগিরই প্রকাশ করা হবে।

ইরানের নতুন স্যাটেলাইট প্রাকৃতিক পরিবেশ, খনিজ সম্পদ ও বন রক্ষার পাশাপাশি কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো হবে। এছাড়া দেশের সীমান্ত রক্ষায় এই স্যাটেলাইটের পাঠানো তথ্য ও ছবি ব্যবহার করা হবে।

ইরান মহাকাশ গবেষণায় এ পর্যন্ত অনেক সাফল্য অর্জন করেছে এবং নিজেরাই এ পর্যন্ত কয়েকটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। স্যাটেলাইট উৎক্ষেপণের নিজস্ব যন্ত্র ও রকেটও ইরানের রয়েছে।-পার্সটুডে