ইবিতে স্বতন্ত্র পদ্ধতিতে ধর্মতত্ত্বের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

0
154

যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিজস্ব ব্যবস্থাপনায় ‘ডি’ ইউনিট ভুক্ত (ধর্মতত্ব অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ) অধীনে চারটি বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) দুপুর ১২ হতে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক।

ভর্তি পরিক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম.আলী হাসান’সহ পরিদর্শন টিমের সদস্যরা। এসময় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরিদর্শন টিমের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। ভর্তি পরিক্ষার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটস, বিএনসিসি ও আনসার সদস্যরা।

এদিকে আজকেও ভর্তি পরিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সুপেয় পানি বিতরণ করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও ভর্তিচ্ছু শিক্ষার্থীর সহযোগিতার লক্ষ্যে আজও ছাত্রলীগের ‘জয় বাংলা বাইক সার্ভিস’ চালু ছিল।

‘ডি’ ইউনিটের ভর্তি পরিক্ষা বিষয়ে বিশ্ববিদ্যালয় আইসিটি সেল সূত্রে জানা যায়, ধর্মতত্ত্বে নতুন একটি বিভাগ যুক্ত করায় গতবছরের তুলনায় এবার আবেদনও বেড়েছে। ‘ডি’ ইউনিটে চারটি বিভাগে ৩৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ২ হাজার ২৬টি।এদিকে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদনকারীদরে মধ্যে উচ্চমাধ্যমিকের ৩০০ জন শিক্ষার্থীও রয়েছেন। তাদেরও একই সিলেবাসে পরীক্ষা দিতে হবে জানায় আইসিটি সেল সূত্র।

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাকি অনুষদগুলোর ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে হলেও ধর্মতত্ত্ব অনুষদের পরীক্ষা স্বতন্ত্রভাবে ‘ডি’ ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর। এছাড়াও ২৮ আগস্ট শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে এবছরের ভর্তি পরীক্ষা শেষ হবে বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়।