করোনাকে পুজি করে কোন অনিয়ম, দুর্ণীতি ও চাঁদাবাজি করলে আইনের আওতায় আনা হবে; হুইপ ইকবালুর রহিম এমপি

0
99

শিমুল, দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনার কারনে মহামারির এ সময় স্বাস্থ্য সেবা ও খাদ্য বিতরনের কারনে দেশের কোন মানুষ অভাব বোধ করতে পারে নাই। করোনার এই মহামারির সময় দেশের একটি মানুষ না খেয়ে থাকেনি উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারির এর সময় জনগনের দুর্ভোগ লাঘবে সময়েপযোগি পদক্ষেপ গ্রহন করেছেন।

শনিবার বিকেলে দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষন কর্মসুচীর আওতায় ৯২টি মসজিদ, মন্দির, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে ৬২টি লাখ ৫৭ হাজার ৬৬৬ টাকা চেক বিতরন ও এডিপির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরনকালে হুইপ ইকবালুর রহিম এমপি উপরোক্ত কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দিনাজপুর সদর-৩ আসন (সদর উপজেলায়) সার্বিক উন্নয়নে বিভিন্ন উন্নয়ন মুলক কাজের অংশ হিসেবে মসজিদ, মন্দির, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে টিআরএর মাধ্যমে এ অর্থ বরাদ্দ দেয়া হলো।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে বক্তব্য তিনি আরো বলেন, মনকে পরিস্কার করে মানুষের সেবায় উৎস্বর্গীত করলে করোনার হাত থেকে রেহাই পাবেন। তবে কোন অনিয়ম, দুর্নীতি, ত্রান লুন্ঠন, চাঁদাবাজী, ওষুধের অতিরিক্ত মুল্য আদায়কারীদের ছাড় দেয়া হবে না। মানুষের দুর্ভোগকে পুজি করে কেউ লাভবাান হতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে বলে সতর্ক করে দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃনমুল পর্যায়ে অর্থাৎ গ্রামীন অবকাঠামোর উন্নয়নে প্রচুর বরাদ্দ দিয়েছেন। ইতিমধ্যেই গ্রামীন উন্নয়ন কার্যক্রম শুরু করা হয়েছে। কিন্তু করোনা ভাইরাস (কোভিড-১৯) এ মহামারি ছড়িয়ে পড়ায় উন্নয়ন কার্যক্রমে কিছুটা বাধা গ্রস্থ হয়েছে। তারপরও আমরা বিশ্বাস করি সামাজিক দুরত্ব বজায় রেখে আমাদের গ্রামীণ কার্যক্রম উন্নয়ন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ।