আত্রাইয়ে সার পাচারকালে জব্দ; প্রশাসনের উদ্যোগে নায্যমূল্যে কৃষকদের মাঝে বিতরণ

0
185

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে সার পাচারের সময় ওই সার জব্দ করে নায্যমূল্যে কৃষকদের মাঝে বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) কাজি অনিক ইসলাম। গতকাল শুক্রবার নওদুলী বাজারে এ সার বিতরণ করা হয়।

জানা যায়, নওদুলী বাজারের সিরাজুল ইসলাম ও পিন্টু যৌথভাবে সারের ব্যবসা করেন। সম্প্রতি তারা সরকারী মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে কৃষকের নিকট সার বিক্রি করছেন।

এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) কাজি অনিক ইসলাম গত বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দোকান মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেন। এদিকে ওই দোকান মালিক বৃহস্পতিবার দিনগত রাতে তার দোকানের অবশিষ্ট সার অন্যত্র সারিয়ে নিতে লাগলে টহল পুলিশ তা আটক করে।

শুক্রবার বেলা ১১ টার দিকে ইউএনও ইকতেখারুল ইসলাম ও এসিল্যান্ড কাজি অনিক ইসলাম ঘটনাস্থলে গিয়ে ওই দোকানের সমুদয় সার এলাকার কৃষকদের মাঝে নায্যমূল্যে বিতরণ করেন।

এদিকে নায্যমূল্যে সার বিক্রির বিষয়টি জানাজানি হলে মুহুর্তের মধ্যে ওই দোকানের সামনে কৃষকদের ঢল নামে । নায্যমূল্যে সার পেয়ে কৃষকদের মাঝে আনন্দের ঢেউ খেলছে।