কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ক টাউনহল মিটিং

0
277

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ- কোভিড-১৯ প্রতিরোধ: ঝুঁকি নিরুপন, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচি সফল করার লক্ষে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে খুলনা স্কুল হেলথ ক্লিনিকে অনুষ্ঠিত মিটিং ইউনিসেফের সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট আয়োজন করে।

মিটিং-এ সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার, অতিথি ছিলেন খুলনা সিভির সার্জন অফিসের উপ-পরিচালক ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা উষা,মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দিকী, কোতয়ালী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মার্জন বিনতে আজাদ ও বিএফইউজের যুগ্ম মহাসচিব হেদায়েৎ হোসেন মোল্লা।

সুজনের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জুর পরিচালনায় সভায় কী নোট পেপার উপাস্থাপন করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার। সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন পেইভ-এর এ্যাম্বাসেডর জেসমিন সুলতানা শম্পা, সুজন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন, শিক্ষক মাহবুবুর রহমান, সাংবাদিক নুর হোসেন জনি, কৌশিক, অন্বেষা মজুমদারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সভায় বলা হয়, খুলনাঞ্চলে করোনার তৃতীয় ডোজ টিকা গ্রহণের হার খুবই কম। এ হার বাড়াতে প্রচারণা বাড়াতে হবে। গর্ভবর্তী মায়েদের করোনা টিকা গ্রহণের কোন সমস্যা নেই। এ খাতেও টিকা গ্রহণের হার কম। সংস্থা ১৯ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা থেকে এ তথ্য সংগ্রহণ করে। তারা মোট ১২০৪৫জনের মতামত গ্রহণ করে। এর মধ্যে ৯০-৯৮ ভাগ মানুষ করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে। একই রকম চিত্র দ্বিতীয় ডোজের ক্ষেত্রে। তবে তৃতীয় ডোজ গ্রহণের চিত্র খুবই খারাপ। এ টিকা গ্রহণের হার ৪৫%। এ হার বাড়াতে প্রচারণা বাড়ানোর কোন বিকল্প নেই বলে সভায় বক্তারা মতামত তুলে ধরেন।