বাগেরহাটে বিনামূল্যে ছয় শতাধিক রোগীর চক্ষু চিকিৎসা

0
243

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটে ছয় শাতধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামে বায়তুল লতিফ জামে মসজিদ কমপ্লেক্সে দিনব্যাপী চক্ষু শিবিরের উদ্ধোধন করেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম জগলু।

উন্নয়ন স্বেচ্ছাসেবা কার্যক্রম (ইসেকা), লতিফ মাষ্টার ফাউন্ডেশ, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও কুয়েত রিলিফ সোসাইটির আয়োজনে দিনব্যাপী বিনামূল্যের এই চক্ষু শিবিরের ছয় শতাধিক রোগীর চোখের চিকিৎসা ও লেন্স সংযোজনসহ ৫০ জনকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে এই ৫০ জনের ছানি অপারেশন বিনামূল্যে, ওষুধ ও চসমা বিতরণ ক্রয় করতেও আর্থিক সহায়তা করা হবে।

বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে লতিফ মাস্টার ফাউন্ডেশনের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, পরিচালক জহুরা জান্নাত, ডা. নিশাত তাসনিম, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এ্যসিসটেন্ড সার্জন ডা. আসিফ হুসাইন, এ্যসিসটেন্ড সার্জন ডা. আবুল কালম আজাদ ও বিএনএসবি’র তথ্য কর্মকর্তা মীর মিজানুর রহমান সহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।