বঙ্গোপসাগর থেকে ৪৪ জন জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

0
255

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ বঙ্গোপসাগর থেকে ৪৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ড সূত্রে জানাযায়, লক্ষীপুর জেলাধীন রামগতি হতে ২১ জন জেলেসহ “রিভার মেট” নামে একটি ফিসিং ট্রলার মাছ ধরার জন্য সাগরে যায় । এরপর গত ১৭ আগস্ট ২০২২ বৈরী আবহাওয়ার কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে ৫ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে।

পরবর্তীতে(২১ আগস্ট) কোস্ট গার্ড জাহাজ পটুয়াখালী টহলরত অবস্থায় সুন্দরবনের আকরাম পয়েন্টের অদূরে ত্রিকোণা দ্বীপের নিকট হতে ২১ জন জেলেসহ “রিভার মেট” নামক একটি ফিশিং ট্রলারটিকে উদ্ধার করে। উদ্ধারকৃত সবাই লক্ষীপুর জেলাধীন রামগতি থানার বাঁশখালী উপজেলার বাসিন্দা।

অপরদিকে একই দিনে সকালে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন মহিপুর সাগর থেকে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকা ফিসিং ট্রলার “এফ ভি মায়ের দোয়া” থেকে ২৩ জেলেকে জীবিত উদ্ধার করে । উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাগেছে ৷