গোপালপুর সেভ লাইফ এর উদ্যোগে ৭০০ জন ছাত্র-ছাত্রীদের ফ্রি ব্লাড গ্রুপিং

0
123

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ সেভ লাইফের স্লোগান স্বেচ্ছায় করি রক্তদান” এই স্লোগানকে সামনে রেখে, স্বেচ্ছায় রক্তদানের কার্যক্রমকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে, টাঙ্গাইলের গোপালপুরের ধোপা কান্দি ইউনিয়নের শাজাহানপুর উচ্চ বিদ্যালয়ের ও শাজাহানপুর প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ৭০০ জন ছাত্র ছাত্রীদের ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় করা হয়।

গোপালপুর সেভ লাইফ ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে, আলিফ ডিজিটাল হসপিটাল গোপালপুর এর সহযোগিতায় (২০ আগস্ট) শনিবার দিনব্যাপী এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন শাজাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, শাজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কানিজ ফাতিমা রুমি।

এ সময় আরো উপস্থিত ছিলেন আলিফ ডিজিটাল হসপিটাল এর প্যাথলজিস্ট মো. আতিকুর রহমান, সেভ লাইফ গোপালপুর ব্লাড ডোনর এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো. নুর আলম, অর্থ বিষয়ক সম্পাদক সরকার মাসুদ করীম, সেভ লাইফের সহসাধারণ সম্পাদক মো. শিশির আহমেদ, দপ্তর সম্পাদক মো. তৌহিদুর রহমান তানজিল, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. কাজী রকি, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. আজাদ হোসেন, সহ মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা শেখ, মডারেটর আকাশ স্বেচ্ছাসেবী সহ, আরো উক্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ।