সোমালিয়ায় হোটেলে জঙ্গি হামলা, নিহত ১০

0
274

সোমালিয়ার একটি হোটেলে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (১৯ আগস্ট) রাতে দেশটির রাজধানী মোগাদিসুরে ‘হোটেল হায়াতে’ এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে শনিবার বিবিসি জানিয়েছে, হামলাকারীরা ভবনে প্রবেশ করে গুলি চালানোর আগে হোটেলের বাইরে দুটি বিস্ফোরণ ঘটায়। আল শাবাব এক বিবৃতিতে জানিয়েছে, তারা হোটেলটি নিয়ন্ত্রণে নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের লড়াই চলছে। হোটেল থেকে বেশির ভাগ মানুষকে উদ্ধার করা হয়েছে।

হাসান শেখ মোহামুদ সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট হওয়ার পর দেশটির রাজধানীতে এটি প্রথম হামলা।

উল্লেখ্য, জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সহযোগী হিসেবে কাজ করে আল শাবাব। এই গোষ্ঠীটি দক্ষিণ ও মধ্য সোমালিয়ার বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করে। সূত্র : বিবিসি