উত্তাল বঙ্গোপসাগর, ট্রলারডুবে নিখোঁজ ৪১ জেলে

0
272

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা ইতিমধ্যে অতিক্রম করেছে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গের স্থলভাগ। এর প্রভাবে উত্তাল সাগরের দেশীয় উপকূলীয় এলাকায় ১২ টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন অন্তত ৪১ জন। এ অবস্থায় সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তরপূর্ব বঙ্গোপসাগরের লঘুচাপ গভীর নিম্নচাপে রূপ নেয় শুক্রবার দুপুরেই। রাত ৯টা থেকে ওডিশা, পশ্চিমবঙ্গের স্থলভাগ অতিক্রম শুরু করে এটি। এসময় এর কেন্দ্রের ৪৮ কিলোমিটারে মধ্যে সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ৫০ কিলোমিটার।

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় হতে পারে ভারী বৃষ্টি, জোয়ার হতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি। এদিকে ভারতের উত্তর ২৪ পরগনার সন্দেশখালীতে টর্নেডোতে লণ্ডভণ্ড হয়েছে বাড়িঘর। দুই ট্রলারডুবিতে নিখোঁজ অন্তত ৩৭ জেলে।

ট্রলারডুবি ও নিম্নচাপের বিষয়ে নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম মন্ডল বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়ার পাশাপাশি বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠেছে। আমাদের টহল টিম সাগরে রয়েছে এবং উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

উদ্ধার হওয়া জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউয়ের কবলে পড়ে ট্রলারগুলো ডুবে যায়। এ সময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ৭০ জেলে উদ্ধার হলেও অনেকে নিখোঁজ রয়েছেন।