গোপালপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা

0
265

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন শ্রীকৃষ্ণ । শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথীতে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন। ভাদ্র মাসে কৃষ্ণাপক্ষে মহা অষ্টমী তিথিতে ভগবান

শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়ে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন উপলক্ষে গোপালপুর কেন্দীয় কালীমন্দির কমিটির আযোজনে শুক্রবার সকাল ১০ টায় গোপালপুর কেন্দ্রীয় আনন্দময়ী নাঠ মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিভিন্ন পথ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কালী মন্দিরের উপর সবাই মিলিত হন এবং প্রসাদ গ্রহণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ গোপালপুর শাখার সভাপতি মঙ্গল চন্দ্র দে, সাধারন সাম্পাদক সুভাষ চন্দ্র কুন্ডু , সাংগঠনিক সম্পাদক প্রভাষ চন্দ্র দে ,পূজা উদযাপন কমিটির সভাপতি সমেরন্দ্র নাথ বিমল,গোপালপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সন্তোষ কুমার দত্ত, কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুন্ডু, হেমনগর ইউনিয়নের হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কালীদাস রক্ষিত,সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র আর্য্য,পলয় কুন্ডু বিশিষ্ট্য ব্যবসায়ী সহ বিভিন্ন ইউনিয়নের হিন্দু নেতৃবৃন্দ।