শ্রীমঙ্গলে টিলা ধসে প্রাণ গেল চার নারী শ্রমিকের

0
232

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছাড়া চা বাগানের পাশের টিলা থেকে ঘর সংস্কারের জন্য টিলার মাটি সংগ্রহ করতে গিয়ে মাটিচাপা পড়ে চার নারী চা শ্রমিকের মৃত্যু ও এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯শে আগস্ট) সকালে উপজেলার এই ঘটনা ঘটে।

এ বিষয়ে আলাপ করলে কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা এই চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং মারা যাওয়া চার নারীই চা শ্রমিক ছিলেন বলে নিশ্চিত করেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, সকালে চা বাগানের কয়েকজন নারী শ্রমিক ঘর সংস্কারের জন্য টিলা থেকে মাটি সংগ্রহ করছিলেন। এ সময় টিলা ধসে মাটি চাপা পড়েন পাঁচজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চারজনকে মৃত ঘোষণা কেরন চিকিৎসকরা। সেখান থেকে এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। জায়গাটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। চা বাগান মালিক কর্তৃপক্ষকে কাঁটাতারের বেড়া দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আর টিলার উপর যেসব পরিবার রয়েছে তাদের সরিয়ে নিয়ে পুনর্বাসন করতে বলা হয়েছে।