নওগাঁয় ট্রাক চাপায় অটো-বাইক যাত্রী নিহত, চালক আটক

0
263

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটামোড় পুলিশ ফাঁড়ি এলাকার সরস্বতীপুর বাজার সংলগ্ন “এসিআই” এর রাইচ মিলের সামনে “চাল লোড করতে আসা” একটি ট্রাক “পেছনে বেগেদিতে গিয়ে” অটো-বাইককে চাপাদিলে আজিজার রহমান (৪০) নামের একজন নিহত হয়েছেন। নিহত আজিজার রহমান মহাদেবপুর উপজেলার বলরামপুর গ্রামের মৃত বহির উদ্দিন এর ছেলে।

স্থানিয় সুত্র জানায়, বৃহস্পতিবার ১৮ আগষ্ট দুপুরে চাউল লোড করতে আসা একটি ট্রাক “এসিআই” রাইচ মিলের সামনে পেছনে বেগদিতে গিয়ে সড়কে চলাচল রত একটি অটো-বাইককে চাঁপাদিলে অটো-বাইকের যাত্রী আজিজার রহমান এর মৃত্যু হয়। দূর্ঘটনার খবর পেয়ে নওহাটামোড় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছার পূর্বেই স্বজনরা মৃতদেহ নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনা কবলীত ট্রাকসহ ট্রাকের চালক ও অটো-বাইক দূর্ঘটনাস্থল থেকে ফাঁড়ি হেফাজতে নিয়ে যায়।

এব্যাপারে নওহাটামোড় পুলিশ ফাড়ির এস আই জিয়াউর রহমান বলেন, নিহতের পরিবার বা স্বজনরা কোন অভিযোগ করেন নি, অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।