দারুচিনির উপকারিতা

0
223

দারুচিনি স্বাস্থ্যের জন্য উপকার। মূলত দারুচিনিকে আমরা মশলা হিসেবেই চিনে থাকি। মাংস রান্নার পাশাপাশি নানান রকম মিষ্টি জাতীয় খাবার রান্নায় দারুচিনি ব্যবহার করা হয়। এটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ একটি খাবার। যার রয়েছে নানান রকম কার্যকারিতা।

গুড়া মশলায় রঙ-চাউলের গুড়া মিশিয়ে বিক্রি, মিল মালিককে জরিমানা

আসুন জেনে নেয়া যাক দারুচিনির গুনাগুণ সম্পর্কে-

# রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

# হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

# ব্লাড সুগার নিয়ন্ত্রনে রাখতে সহায়তা করে।

# দেহের ওজন নিয়ন্ত্রনে রাখে।

# হজমে সাহায্য করে।

# অ্যাসিডিটির সমস্যা দূর করতে সহায়তা করে।

# শরীরের কোষ সুস্থ রাখতে সাহায্য করে।
# শরীরের হাড়ের জন্য উপকারি।