কালিহাতীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

0
299

জাহাঙ্গীর আলম, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন।

এছাড়াও সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথমে স্থানীয় সংসদ সদস্য পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালিহাতী থানা, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা, কালিহাতী প্রেসক্লাব, কালিহাতী পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, কালিহাতী পৌর আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, কালিহাতী সাধারণ পাঠাগার, উপজেলা পূজা উদযাপন পরিষদ, সরকারি শামসুল হক কলেজ, কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ, অফিসার্স ক্লাব, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কালিহাতী উপজেলা শাখা, কালিহাতী নার্সিং ইনস্টিটিউট ও বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাত, সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা, ২টি যুব সংঠনের মাঝে নিবন্ধন সনদ ও ১৪ জন বেকার যুবক ও যুব মহিলাদের মাঝে ৬ লাখ ৮০ হাজার টাকা যুব ঋণ প্রদান, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, উপজেলা পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের সকল শিক্ষাকেন্দ্রে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বাদ যোহর ও সুবিধাজনক সময়ে কালিহাতী উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

আয়োজিত সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ূন বাঙাল ও মিজানুর রহমান মজনু, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) শরিফুল ইসলাম, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কালিহাতী শহীদ শফি সিদ্দিকী চত্বরে কালিহাতী পৌর আওয়ামীলীগের উদ্যোগে, কালিহাতী মুন্সিপাড়া হাটখোলায় ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেকের উদ্যোগে, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ঘুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে, বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরিপাড়া বাজারে উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি সেলিম সিকদারের উদ্যোগে, একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আগজোয়াইর বাজারে বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের উদ্যোগে ও পারখী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সহ প্রায় প্রত্যেকটি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গণভোজের আয়োজন করা হয়।