আরও ৯৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

0
182
ফাইল ছবি।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৯ জন ঢাকার এবং ঢাকার বাইরে ২৭ জন। চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৬ জন।

সোমবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতে আছেন ৩২৭ জন, আর বাকি ৭০ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩ হাজার ৮৫৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৩ হাজার ৪৪২ জন।