ধামরাইয়ে শোকাবহ ১৫ই আগস্ট উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

0
218

রনজিত কুমার পাল( বাবু): ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্হপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ধামরাই পৌরসভায় স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন স্হানীয় সাংসদ ঢাকা-২০ ধামরাই এর মাননীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট খন্দকার আবুল কাশেম রতন, জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শফিক আনোয়ার গুলশান,জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউপি চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ লাল্টু সহ জেলা আওয়ামী লীগ , উপজেলা ও পৌর আওয়ামী লীগ, পৌর কাউন্সিলরবৃন্দ স্হানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া করেন।