বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব

0
369
Bangladesh's Shakib Al Hasan celebrates after scoring a half-century (50 runs) during the first one-day international (ODI) cricket match between South Africa and Bangladesh at SuperSport Park in Centurion on March 18, 2022. (Photo by PHILL MAGAKOE / AFP) (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

এশিয়া কাপের নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হবে, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুজন সত্যিও হয়েছে। তবে সাকিবকে কেবল এশিয়া কাপই নয়, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অধিনায়ক হিসেবেই নির্বাচিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গুলশানে আজ এশিয়া কাপের দল ঘোষণার সময় ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বলেন, ‘আমাদের সামনে এশিয়া কাপ আছে, এরপর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আছে। এরপরই বিশ্বকাপ। আমরা এই কয়টা সিরিজের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে ঘোষণা করছি।’

দলের ভাইস ক্যাপ্টেনও নির্বাচন করেছে বিসিবি। তবে আজই তার নাম ঘোষণা করা হয়নি। জালাল ইউনুস আরও যোগ করেন, ‘ভাইস ক্যাপ্টেনও ঠিক করা হয়েছে, সেটা দল উড়াল দেওয়ার আগে জানা যাবে।’