যারা হাত তুলেছেন, তাদের হাত পুড়ে যাবে : নুর

0
145

ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর যারা হাত তুলেছেন, তাদের হাত পুড়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে লোডশেডিংসহ পাঁচ দফা দাবিতে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, প্রশাসনকে বলব সরকারের বেআইনি নির্দেশ পালন করে জনগণের বিরুদ্ধে যাবেন না। সভা সমাবেশ করা মৌলিক অধিকার। কুমিল্লা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের ছাত্রদের ওপর যারা হাত তুলেছেন, তাদের হাত পুড়ে যাবে। জ্বলেপুরে ছারখার হয়ে যাবে। যেখানেই হামলা হবে সেখানেই প্রতিরোধ করব।

তিনি বলেন, সরকারের চারিত্রিক অধঃপতন হয়েছে। বর্তমান সংকট কোনো রাজনৈতিক সংকট নয়, ১৮ কোটি মানুষের সংকট। এ সংকট সমাধানে দেশের সব মানুষকে রাস্তায় নেমে আসতে হবে।

গণঅধিকার পরিষদের সদস্যসচিব বলেন, বর্তমান সরকার সংক্রামকে পরিণত হয়েছে। এর প্রতিষেধক হলো রাজপথ। রাজপথেই সরকারের পতন ঘটাতে হবে।

এ সময় ছাত্রলীগকে ফ্যাসিবাদের গোলামি ছাড়ার আহ্বান জানিয়ে নুর বলেন, রাজপথ কারো একার নয়। যে যেখানে যেদিন সভা সমাবেশ করবে সেদিন রাজপথ তাদের, রাজপথ সবার।