ডলারের দাম বাড়ায় ভোজ্যতেলে সুফল মিলছে না: বাণিজ্যমন্ত্রী

0
136
ফাইল ছবি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ব বাজারে ভোজ্যতেলের দাম কমেছে। কিন্তু আমাদের দেশে ডলারের দামটা বেড়েছে। যার জন্য যে সুফল পাওয়ার কথা সেটা পাচ্ছে না।

তাহলে কি শিগগিরই দাম সমন্বয় করা হবে- এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ট্যারিফ কমিশন শিগগিরই বসবে। ওরা (ব্যবসায়ী) তো একটা দাম দিয়েছে, সেটা জাস্টিফাই কি-না ট্যারিফ কমিশন দেখবে। বৃহস্পতিবার (১১আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান বাণিজ্যমন্ত্রী।

গত কয়েক মাসে দেশে ভোজ্যতেলের দাম দফায় দফায় বেড়েছে। বর্তমানে ভোজ্যতেলের লিটার ১৮৫ টাকা বিক্রি হচ্ছে। কিন্তু জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার পর ভোজ্যতেল ব্যবসায়ীরা চলতি সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ে দাবি জানিয়েছেন, ভোজ্যতেলের দাম বাড়ানোর। তাদের দাবি, বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ২২০ টাকা করা হোক।