জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য প্রত্যাহারের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

0
172

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখা।

বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহন করে।

আধাঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, শ্রমিক জোটের জেলা আহ্বায়ক সাজেমান আলী, কৃষক জোটের জেলা আহ্বায়ক আবু সাঈদ, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি শামিম হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের মোজাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। মূল্যবৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের দাম বাড়তে শুরু করেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে মানুষ দিশেহারা হয়ে পড়বে।

এরই মধ্যে দাম বৃদ্ধির ফলে জনগণের জীবন যাত্রার ব্যয়ও বেড়ে গেছে। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরতে না পারলে জনজীবন দূর্বিসহ সংকটে পড়বে। অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবী জানান বক্তারা।