পলাশবাড়ীতে হুইর চেয়ারের একটি মানবিক আবেদন

0
127

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ ভ্যানচালক বাবার আকুতি প্রতিবন্ধী ছেলের জন্য একটি হুইল চেয়ারের
শারীরিক প্রতিবন্ধী রবিউল ইসলাম একটি চেয়ারের অভাবে চলাফেরা করতে পারছেনা। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের বালাবামুনিয়া ফকিরপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী রবিউল (১৫)।জম্মের পর থেকেই হাত ও পা মোরানো।

একটি হুইল চেয়ারের অভাবে ১৫ বছর ধরে মানবেতর জীবন যাপন করছে সে। রবিউল এর পরিবারের আকুতি,তার একটি হুইল চেয়ারের প্রয়োজন।

খোঁজখবর নিয়ে জানা যায়,পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের বালাবামুনিয়া গ্রামের ভ্যানচালক আলাল মিয়ার ছেলে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী।

চারটি হাত পায়েই তার নষ্ট। হাত ও পা দিয়ে কোনও ভাবেই হাটা চলা করতে পারে না। হাত ও পায়ের অধিকাংশই বাঁকা। চলাচল করতে খুব কষ্ট হয় রবিউল এর। ছবি তোলার সময় শুধু ক্যামরার দিকে তাকিয়ে ছিল সে।

রবিউল এর বাবা জানান,হুইল চেয়ার কিনে দেওয়ার মত সামর্থ্য নেই আমার। একটি হুইল চেয়ার জন্য অনেকের কাছে গিয়েছি কেউ সহযোগীতা করেনি। হুইল চেয়ার হলে কিছুটা স্বাভাবিক চলাচল করতে পারবে বলে জানান এলাকার সাদ্দাম হোসেন।