হিলিতে কমেছে কাঁচা মরিচের দাম, খুশি ক্রেতা

0
145

হিলি প্রতিনিধিঃভারত থেকে কাঁচা মরিচ আমদানি হওয়ায় হিলিতে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। এক লাফে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৭০ থেকে ৮০ টাকা।

কয়েক দিন আগেও হিলি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৪০ থেকে ২৫০শ টাকায় বিক্রি হলেও আজ রোববার তা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়।

এদিকে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় পণ্যটির দাম কমেছে বলে জানিয়েছেন হিলি বাজারের ব্যবসায়ীরা। তারা বলছেন, আমদানি অব্যাহত থাকলে কাঁচা মরিচের দাম স্বাভাবিক হয়ে আসবে। এবং আমদানি বেসি হলে কাঁচা মরিচের দাম আরো কমে আসবে বলে মনে করেন তারা।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কারক জামিল হোসেন চলন্ত বলেন, সম্প্রতি অতিমাত্রায় গরম আর বন্যার কারণে কাঁচা মরিচের আবাদের ব্যাপক ক্ষতি হয়। দেশের বাজারে সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম ২৫০টাকা ছাড়িয়ে যায়। এরপর গতকাল শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। এতে হিলি বাজারে কাঁচা মরিচের দাম কমে আসে এদিকে কাঁচা মরিচের দাম কমে আসায় শস্তির নিশ^াস ফেলেছেন ক্রেতা বিক্রেতাদের মাঝে।

কাস্টমস তথ্য মতে গতকাল হিলি স্থলবন্দরে ভারতীয় ৯টি ট্রাকে ৫৮ টন ৮৬০ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে।