মানিকগঞ্জে দেশ,জাতি,বিশ্বের শান্তি ও মঙ্গল কামনায় নামযজ্ঞ উৎসব উদযাপন

0
243

রনজিত কুমার পাল (বাবু),মানিকগঞ্জ থেকে: দেশ,জাতি, বিশ্বের সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় শ্রীশ্রী মহানাম সেবা সংঘের আয়োজনে দ্বিতীয় বার্ষিক ৫ ও ৬ই আগষ্ট ১৬ প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উদযাপিত হচ্ছে মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া কালীখোলা নাট-মন্দিরে।

বৃহস্পতিবার ( ৪ই আগষ্ট-২০২২)শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করেন ড. শ্রী জ্যোতিষ চন্দ্র সরকার শুক্রবার (৫ আগষ্ট) শ্রীমদ্ভাগবত পাঠ করেন শ্রী নন্দ গোপাল গোস্বামী, ভাগবত পাঠান্তে নামযজ্ঞের শুভ অধিবাস কীর্তন করেন শ্রী স্বপন কুমার সরকার ও পূর্বদাশড়া কালীখোলার ভক্তবৃন্দ।

শুভ অধিবাস অন্তে ১৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম নাম সংকীর্তন পরিবেশন করছেন মধুুমাখা হরিনাম পরিবেশনায়- শ্রী কৃষ্ণ ভক্ত সম্প্রদায় (খুলনা),শ্রী বন্কু বিহারী সম্প্রদায় (ঢাকা), শ্রী গৌরাঙ্গ সম্প্রদায় (খুলনা),শ্রী গোকুল কৃষ্ণ সম্প্রদায় (গোপালগঞ্জ), গৌর বাণী সম্প্রদায় (ঝিনাইদহ),শ্রী শিশু কৃষ্ণ সম্প্রদায় (খুলনা)।

হাজার হাজার ভক্তবৃন্দ হরিনাম সংকীর্তন উৎসবে অংশ গ্রহণ করছেন।দুপুরে ও রাতে ভক্তবৃন্দের প্রসাদ সেবার ব্যাপক আয়োজনে উৎসবমুখর আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণ ভাবে নামযজ্ঞ উৎসব উদযাপন করা হয়েছে।

এ’নামযজ্ঞ উৎসব উদযাপন কমিটির সভাপতি অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার শ্রী সুবোধ চন্দ্র বৈদ্য বলেন- কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হরিনাম সংকীর্তন। তাই জগতের মঙ্গলার্থে শ্রীশ্রী মহানাম সেবা সংঘের উদ্যোগে নামযজ্ঞ উৎসবে আয়োজন।

এ’মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে স্ববান্ধবে ৫ই আগষ্ট হতে ৮ই আগষ্ট পর্যন্ত কালীখোলা নাট-মন্দিরে যোগদান করে গৌরভক্ত কৃষ্ণ ভক্তবৃন্দের চরণ ধুলি দানে ও মহাপ্রভুর মহ্প্রসাদ গ্রহনান্তে উৎসবকে প্রেমরসে প্লাবিত করতে আপনাদের সকলের শুভাগমন কামনা করছি।

এ’সময় আরো উপস্থিত ছিলেন শ্রীশ্রী মহানাম সেবা সংঘের সহ-সভাপতিগন ভাষান চন্দ্র।

মন্ডল, স্বপন সাহা,অরুন দাস,খোকন রায়,নিমাই মন্ডল, বাসুদেব সরকার,সাধারণ সম্পাদক দিলীপ কুমার সরকার ভক্ত,নারায়ণ মন্ডল, শিশির ঘোষ,বৈদ্যনাথ সূত্রধর,সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র মন্ডল,নির্মল সাহা,বিপ্লব মন্ডল,আনন্দ সরকার,প্রশান্ত,নগেন দাস,কোষাধ্যক্ষ উত্তম কুমার সাহা,ঝন্টু বসাক,
তরফদার,নিখিল মন্ডল প্রমূখ।