কালিহাতীতে নদীতে নিখোঁজ দুই শিশুর একজনের মরদেহ উদ্ধার

0
138

জাহাঙ্গীর আলম, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে নদীতে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত শিশু বর্ষা (২) কালিহাতী পৌর এলাকার হরিপুর পশ্চিম পাড়া গ্রামের ইজিবাইক চালক বিদ্যুতের মেয়ে।

শুক্রবার (৫ অাগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার নাগবাড়ী ইউনিয়নের কোনাবাড়ী এলাকায় ঝিনাই নদী থেকে স্থানীয় এক মাছ শিকারি শিশুর মরদেহটি ভাসতে দেখে উদ্ধার করেন। পরে খবর পেয়ে শিশুর স্বজনেরা গিয়ে মরদেহটি শনাক্ত শেষে বাড়িতে নিয়ে আসে।

অপরদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছেন ট্রাকচালক মিঞ্জুর মেয়ে শিশু মারিয়া (২)। তাকে উদ্ধারে ঝিনাই নদীর ভাটিতে বিভিন্ন এলাকায় উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুড়ি দল ও স্বজনেরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাড়ির সংলগ্ন ঝিনাই নদীতে বোতল নিয়ে খেলতে গিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় দুই চাচাতো বোন শিশু মারিয়া ও বর্ষা। ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হলেও রাতে উদ্ধার তৎপরতা চালানো যাবে না বলে বৃহস্পতিবার আসেনি ডুবুরি দল।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুড়ি দলের টিম লিডার মহিদুর রহমান জানান, রাতের বেলায় শুধু জলাধারে উদ্ধার অভিযান নিষেধের কারণে বৃহস্পতিবার রাতে আমরা আসতে পারিনি। শুক্রবার সকালে সম্ভাব্য সকল জায়গায় ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজি করে সকাল ১০টার পর অভিযান সমাপ্ত করা হয়। এর পর নদীর ভাটিতে নিখোঁজদের স্বজনদের সাথে আমাদের সদস্যরা খোঁজ অব্যাহত রেখেছেন।

কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান শেখ এ বিষয়ে জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।