জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

0
144

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ।

আজ (৫ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। টি-টোয়েন্টিতে সিরিজ হারের পর নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগারদের।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হারারে স্পোর্টস গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। সিরিজের অন্য দুটো ম্যাচ হবে যথাক্রমে ৭ ও ১০ আগস্ট।

বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

টাইগারদের ওয়ানডে ম্যাচ ছাড়াও সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলায় মাঠে নামবে বাংলাদেশি যুবারা। প্রতিপক্ষ স্বাগতিক ভারত।

আজ বাংলাদেশ-জিম্বাবুয়ের ওয়ানডে ম্যাচ ছাড়াও যেসব খেলা দেখা যাবে টিভি চ্যানেলে সেই তালিকাও দেওয়া হলো।

ক্রিকেট

জিম্বাবুয়ে-বাংলাদেশ

প্রথম ওয়ানডে

দুপুর ১-১৫ মিনিট;

সরাসরি, টি স্পোর্টস।

নেদারল্যান্ডস-নিউজিল্যান্ড

দ্বিতীয় টি-টোয়েন্টি

রাত ৯টা;

সরাসরি, টি স্পোর্টস

ফুটবল

অনূর্ধ্ব-২০ সাফ ফাইনাল

বাংলাদেশ-ভারত

সন্ধ্যা ৭-৩০ মিনিট;

সরাসরি, ইউটিউব।