ইবি রিপোর্টার্স ইউনিটি ও নয়া ছাত্রলীগ কমিটির সৌজন্য সাক্ষাৎ

0
360

ইবি প্রতিনিধি :  ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ইউনিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটির নেতৃবৃন্দ। এসময় তাদের মধ্যে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (৪ আগষ্ট) সন্ধ্যা ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই আলাপচারিতার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাসনিমুল হাসান প্রান্ত, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান রাকিব, কোষাধ্যক্ষ মোয়াজ্জেম আদনান। এছাড়াও কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোহানুর রহমান, ফারহানা নওশিন তিতলী, শাহীন আলম, তারিক সাইমুম, খলিলুর রহমান জীম, শাহরিয়ার রিমন সহ অন্যান্য সহযোগী সদস্যরা।

নবগঠিত শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। এছাড়াও সহ-সভাপতি রকিবুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সরোয়ার জাহান শিশির, সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, নতুন মনোনীত কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আব্দুল মান্নান মেজবাহ প্রমুখ।

এসময় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমরা শিক্ষার্থীদের নানা দূভোগ, বিড়ম্বনা নিরসনে কাজ করবো। মাদক নিমূল, প্রশাসনিক বিভিন্ন জটিলতা কীভাবে কমিয়ে এনে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলা যায় সে বিষয়ে সর্বোচ্চ সচেষ্ট থাকবো। পাশাপাশি সন্ত্রাস, মাদক এবং জঙ্গিবাদ মুক্ত আধুনিক বিশ্ববিদ্যালয় বিনির্মানের প্রতি গুরুত্বারোপ করেন তারা। সেই সাথে ছাত্রলীগের সকল ইতিবাচক কাজে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের গঠনমূলক পরামর্শের প্রত্যাশা করেন তারা।