মেট্রোরেলের প্রথম নারী চালক

0
317

আগামী ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস থেকে মেট্রোরেলে চড়বে ঢাকাবাসী। এর মধ্যে যদি দেখা যায় প্রথম ট্রেনটি চালাচ্ছেন একজন নারী চালক, তাহলে সেই মুহূর্তটি আরও বিশেষ হয়ে উঠবে। দেশের প্রথম মেট্রোরেল চালানোর জন্য নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারীও আছেন। তিনি এখন পুরোদমে প্রশিক্ষণ নিচ্ছেন।

মেট্রোরেলের চালকের পদটির নাম ‘ট্রেন অপারেটর’। এই পদে ২৫ জনের সঙ্গে নিয়োগ পেয়েছেন মরিয়ম আফিজা। তিনি মেট্রোরেলের চালকের আসনে বসতে প্রশিক্ষণ নিচ্ছেন। ইতোমধ্যে চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ রেলওয়ের ট্রেনিং একাডেমিতে দুই মাসের প্রশিক্ষণ নিয়েছেন। ঢাকায় ফিরে আরও চার মাস প্রশিক্ষণ নেন।

বর্তমানে মরিয়ম উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ নিচ্ছেন। এখানে মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক নানা প্রশিক্ষণ দিচ্ছেন। এরপর তিনি দিল্লি মেট্রোরেল একাডেমিতে প্রশিক্ষণ নেবেন। প্রয়োজনে ট্রেন পরিচালনায় যুক্ত ব্যক্তিদের জাপানেও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা আছে কর্তৃপক্ষের।