হিলিতে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

0
550

হিলি প্রতিনিধিঃ সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও ক্রয়কৃত পণ্যের মূল ভাউচার সংরক্ষণ না করার অপরাধে দিনাজপুরের হিলিতে তিন কিটনাশক ব্যবসা প্রতিষ্ঠানকে সত্তর হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে হাকিমপুর পৌরসভা ও উপজেলার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অর্থদণ্ড করেন, উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম।

অর্থদণ্ড প্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো, উপজেলার হরিহরপুর মিজান ট্রেডার্স দশ হাজার, বোয়ালদাড় এ ইলিয়াস ট্রেডার্সকে দশ হাজার এবং পৌরসভার জোয়ার্দার ট্রেডার্স কে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম জানান, চলমান বিদ্যুৎ সমস্যাকে ফায়দা হাসিলের উদ্দেশ্যে কিছু অসাধু ব্যবসায়ী গ্রাহকের কাছ থেকে মূল্যের অতিরিক্ত অর্থ আদায় করছেন। কয়েক দিন থেকে এমন অভিযোগ আসায় আজ দোকান গুলোতে অভিযান চালানো হয়।

এসময় ওই তিন কিটনাশকের দোকানের সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও ক্রয়কৃত পণ্যের মূল ভাউচার সংরক্ষণ না করার অপরাধে সত্তর হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান অব্যাহত থাকবে।