রাবি’র ‘সি’ ইউনিটে পাসের হার ৩৮ শতাংশ

0
408

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটে ৩৮ দশমিক ২৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবার (২ আগষ্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ‘সি’ ইউনিটের সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শাহেদ জামান। তিনি জানান, প্রথম শিফটে সর্বোচ্চ নম্বর ৮৭.৫৫। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, শিফটে সর্বোচ্চ নম্বর যথাক্রমে ৯২.৭৫, ৮৪.০৫, ৮৩.৪০।

ভর্তি পরীক্ষার ফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) পাওয়া যাবে।

প্রসঙ্গত, ২৫ জুলাই ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ১,৫৫৮টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৬২ হাজার ৮৩৮ জন ভর্তিচ্ছু। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৮৯ জন।