লেভান্দোস্কির গোল না করাটা কোনো সমস্যা নয় : জাভি

0
200

বার্সেলোনা যুক্তরাষ্ট্রে তাদের প্রাক-মৌসুম সফর শেষ করেছে। নিউইয়র্কে রেড বুলসকে ২-০ গোলে হারিয়েছে তারা। অবশ্য দলটির নতুন সদস্য রবার্ট লেভান্দোস্কি কোনো গোল করতে পারেননি। বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেস তা নিয়ে মোটেও চিন্তিত নন।

লেভান্দোস্কি সম্পর্কে জাভি বলেন, ‘সে অনুশীলনে গোল করছিল, আজ তা হয়নি, কিন্তু এটা স্বাভাবিক। লুইস সুয়ারেজ বা ফেরান টোরেসের ক্ষেত্রেও তা হয়েছিল, যখন তারা প্রথম এসেছিল। আমি মনে করি রাফিনহো অনেক ভালো করবে, কারণ এই মৌসুমে ভালো করেছে।’

যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে জাভি সন্তুষ্টি ও আশাবাদ ব্যক্ত করেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘সফরটি যেভাবে হয়েছে, তাতে আমি খুবই খুশি। প্রতিটি ম্যাচই ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ। মৌসুম শুরু হতে আমাদের আরও দুই সপ্তাহ আছে, তাই আমাদের আরও কঠোর অনুশীলন করতে হবে। আমরা এই মৌসুমে সব প্রতিযোগিতায় ভালো করা চেষ্টা করব। আমাদের খেলোয়াড়দের নিয়ে আমি আশাবাদী। আশা করছি এবার ভালো কিছু হবে।’