ঈশ্বরদীতে দৈনিক তৃণমুল বানীর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
314

মামুনুর রহমান, ঈশ্বরদী (পাবনা): জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক তৃণমুল বানীর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ৩০ জুলাই বিকেলে বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখা কার্যালয়ে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দৈনিক তৃণমুল বানীর আয়োজনে মো. মুশফিকুর রহমানের সঞ্চালনায় ও বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি সাপ্তাহিক জংশন পত্রিকার সম্পাদক এস এম রাজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক করতোয়া পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি এসএম ফজলুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিম হায়দার, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, মাটির দেশ পত্রিকার সুলতান মাহমুদ বাবু, দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি জাহিদুল ইসলাম নিক্কন, সাপ্তাহিক সমকোণ পত্রিকার নির্বাহী সম্পাদক রোহান খান, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রিপন, তৃণমূল বাণী ঈশ্বরদী প্রতিনিধি আক্তার হোসেন, সাপ্তাহিক জংশন পত্রিকার স্টাফ রিপোর্টার মুনমুন আক্তার, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার নির্বাহী সদস্য ও সাপ্তাহিক জংশন পত্রিকার স্টাফ রিপোর্টার সাঈদ হাসান লিমন, সাপ্তাহিক জংশন পত্রিকার স্টাফ রিপোর্টার সুভল কুমার, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার নির্বাহী সদস্য ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার বিশেষ প্রতিনিধি ফিরোজ মাহমুদ, দৈনিক জনবাণী পত্রিকা পাবনা জেলা প্রতিনিধি সত্যজিৎ কর্মকার, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি ইমরান হোসেন, দৈনিক একুশে সংবাদ পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি নাজমুল হাসান রকি, মো. রাকিবুল হাসান আলম, ব্যবসায়ী জালাল উদ্দিন। দোয়া পরিচালনা করেন মুফতি
মতিউর রহমান।