বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষে ইবি ভিসির ক্যাম্পাস পরিদর্শন

0
349

কুষ্টিয়া প্রতিনিধি: দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা ৩০ জুলাই শনিবার অনুষ্ঠিত হবে। এরই আলোকে, ইসলামী বিশ্ববিদ্যালয়েও গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা উপলক্ষে ইবি ক্যাম্পাস পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুস সালাম। গুচ্ছ ভর্তি পরীক্ষাকে ঘিরে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেন তিনি।

শুক্রবার (২৯ জুলাই) বিকাল ৫ টার দিকে গুচ্ছ পরীক্ষার কেন্দ্রসমূহ, প্রধান ফটক, অভিভাবক কর্ণার, ভ্রাম্যমান আদালত, শহীদ মিনার সহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলো পরিদর্শন করেন তিনি। এসময় তার সাথে ছিলেন, উপ-উপাচার্য ড. মোঃ মাহবুবুর রহমান, ইবি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান রতন ছাড়াও আরো অনেকে।

এসময় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, প্রশাসনের সর্বোপরি প্রস্তুতি আছে। আশা করি পরীক্ষা ভালোভাবে হবে।

রাত ১১ টার দিকে হল বন্ধের বিষয়ে তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থী একটা শৃঙ্খলার মধ্যে থাকুক আর দূরদুরান্তের ভর্তিচ্ছুরাও এর আগেই আশা করি ক্যাম্পাসে প্রবেশ করবে, সে লক্ষ্যে এরকম সিদ্ধান্ত। এছাড়াও তিনি শিক্ষার্থীদের দীক্ষার প্রতি বেশী করে মনোনিবেশ করতে বলেন।

উল্লেখ, শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। এই ইউনিটে ভর্তি হওয়ার জন্য এবার এক লাখ ৯২ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন।২০ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীদের আসন বিন্যাস অনুযায়ী স্ব স্ব কেন্দ্রে উপস্থিত থাকবে হবে।

এবার ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা ১৩ আগস্ট (দুপুর ১২টা থেকে-১টা); ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা ২০ আগস্ট (দুপুর ১২টা থেকে-১টা) অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের যাতায়াত ও থাকা-খাওয়ার সমস্যাসহ বিভিন্ন দুর্দশা লাঘবে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়গুলো।