কুয়েটে “আইসিআইসিটিডি ২০২২” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

0
165

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দুই দিনব্যাপী ১ম “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ফর ডেভেলপমেন্ট (আইসিআইসিটিডি ২০২২)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স উদ্বোধন হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে কুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজী (আইআইসিটি) এর আয়োজনে কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন সাইথ এশিয়ান ইউনিভার্সিটি, ইন্ডিয়া এর প্রফেসর ড. জগদিশ চান্দ বানশাল, কনফারেন্সের জেনারেল চেয়ার প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, কনফারেন্সের জেনারেল সেক্রেটারী প্রফেসর ড. মনির হোসেন। অনুষ্ঠানে কি-নোট সেশন-১ এ স্পিকার ছিলেন (ভার্চুয়ালী) ফ্লোরিডা পলিটেকনিক ইউনিভার্সিটি, ইউএসএ এর প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশিদ।

উল্লেখ্য, ২৯-৩০ জুলাই দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ৪৩ ওরাল সেশন, ৫ টি কি-নোট স্পিচ, ৩ টি ইনভাইটেড টকস, ১ টি সেমিনার এবং ৩ টি পেরালাল ওরাল সেশন অনুষ্ঠিত হবে। কনফারেন্সে দেশ-বিদেশী গবেষক, শিক্ষক, দেশের স্বনামধন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদগণ অংশগ্রহন করছেন।