ইউরোপে বিদ্যুৎ দেবে ইউক্রেন

0
269

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে, দেশের বাইরে বিদ্যুতের রফতানি বাড়ানো হবে।

তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা ইতোমধ্যেই কাজ করতে শুরু করে দিয়েছেন। তার দাবি, এর ফলে ইউরোপের দেশগুলোর সুবিধা হবে। বুধবার দৈনিক বক্তৃতায় এসব কথা বলেন জেলেনস্কি।

ইউরোপের বেশ কয়েকটি দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। আবার কোনও কোনেও দেশে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে। ইউক্রেন বিদ্যুৎ রফতানি করলে সেই সমস্যার কিছুটা সুরাহা বলে মনে করছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কির বক্তব্য, এর ফলে আরও দু’টি সুবিধা হবে। এক, ইউক্রেনের হাতে বিদেশি মুদ্রা আসবে এবং দুই, প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে রাশিয়ার উপর ইউরোপের নির্ভরতা কমবে।

রাশিয়া বা ইইউ অবশ্য এখনও এবিষয়ে কোনও মন্তব্য করেনি। সূত্র: ডয়েচে ভেলে, ইউক্রেনফর্ম, দ্য স্ট্রেইস টাইমস