নেত্রকোণায় চীফ জুডিশিয়াল কোর্টের মামলার নথি চুরি, আটক ১

0
242
উল্লাপাড়ায় নারী সহ মাদক মামলায় গ্রেফতার- ২

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় চীফ জুডিশিয়াল আদালতের নথি চুরির দায়ে মো: জলিলুর রহমান (৪০) নামে এক স্টেনুগ্রাফারকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৭ জুলাই) সকালে জেলা কোর্ট এলাকার পাশ থেকে তাকে আটক করা হয়েছে।

আটককৃত মো: জলিলুর রহমান সদর উপজেলার বাংলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত নওয়াব আলী ফকিরের ছেলে। সে নেত্রকোণা আদালতে স্টেনুগ্রাফার হিসেবে কাজ করে। মামলার অভিযোগে জানা যায়, স্টেনুগ্রাফার মো: জলিলুর রহমান কোর্টে চাকুরি করার সুবাদে মামলার নথি চুরি করে।

এরই অভিযোগে গত সোমবার তার বিরুদ্ধে চীফ জুডিশিয়াল কোর্টের নাজির মো: নুরুজ্জামান বাদী হয়ে তার বিরুদ্ধে আদালতের নথি চুরির মামলা দায়ের করেন। মামলা নং-৪২ এবং তারিখ-২৫ জুলাই, ২০২২।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নথি চুরির অভিযোগে আটক করার পর তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।