বিহারে একদিনে বজ্রপাতে নিহত ২০

0
332

ভারতের বিহার রাজ্যের আট জেলায় ২৪ ঘণ্টায় বজ্রপাতে ২০ জন নিহত হয়েছে। আজ বুধবার ও আগামী বৃহস্পতিবার রাজ্যটিতে আরও বজ্রঝড়ের শঙ্কা আছে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার, বজ্রপাতের ঝুঁকি এড়াতে রাজ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার মুখ্যমন্ত্রী বজ্রপাতে নিহতদের পরিবারের জন্য ৪০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

১৯৯৫-২০১৪ সাল পর্যন্ত স্যাটেলাইট তথ্য বলছে, ভারতে ক্রমাগত বাড়ছে বজ্রপাত। ২০২০ সালের এপ্রিল থেকে মার্চ পর্যন্ত ভারতে ১৮ মিলিয়ন বজ্রপাত হয়েছে।

সূত্র: বিবিসি